সোমনাথ দত্ত, মালবাজার: মন্ত্রীকে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে সেবকে তিস্তার ওপরে দ্বিতীয় সড়ক সেতু নির্মাণের বিষয়ে উদ্যোগী হওয়ার দাবি জানালো ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস সংগঠনের সদস্যরা। রবিবার সংস্থার সদস্যরা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বুলু চিক বরাইকের সাথে দেখা করেন। মন্ত্রীকে খাদা পড়িয়ে ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান সংস্থার সদস্য বিমল দেবনাথ ও সম্পাদক চন্দন রায়। সংবর্ধনা জ্ঞাপনের পরে সেবকে তিস্তানদীর ওপরে দ্বিতীয় সড়ক সেতু নির্মাণের দাবি নিয়ে একটি স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সংস্থার তরফে।
ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস এর সম্পাদক চন্দন রায় বলেন, “আমরা সেবকে তিস্তানদীর ওপরে দ্বিতীয় সড়ক সেতু নির্মাণের দাবি নিয়ে বিভিন্ন মহলেই আবেদন করে চলছি। আজও এলাকা থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর সাথে দেখা করে তাকে সংবর্ধনা দিয়ে দ্বিতীয় সেতুর বিষয়ে দাবী স্মারক তুলে দেওয়া হলো এবং এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার উদ্যোগী হতে অনুরোধও করা হয়েছে। মন্ত্রী মহোদয় আমাদের দাবীর সাথে সহমত প্রকাশ করেছেন।”
এই বিষয়ে মন্ত্রী বুলু চিক বরাইক বলেন, “সেবকে দ্বিতীয় সেতুর দাবী নিয়ে ওনারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। আমিও এই বিষয়ে সহমত পোষণ করি। সেবকে দ্বিতীয় সেতু নির্মাণ হলে ডুয়ার্সের সাথে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় হবে সাথে এলাকার অর্থনৈতিক বিকাশ হবে। আমি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করতে পদক্ষেপ নেবো।”