কলকাতা, ২৩ মে: সুপার সাইক্লোন আম্ফানে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। সেই পরিস্থতির কারণে এখনই পরিযায়ী শ্রমিকদের স্বাগত জানানোর ক্ষমতা নেই রাজ্যের, রেলকে এমনই চিঠি পাঠালো রাজ্য। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত ট্রেন না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে রাজ্যের তরফে।
সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখেছেন। চিঠিতে উল্লেখ করে তিনি বলেন, “জেলা প্রশাসন এখন ত্রাণ ও উদ্ধারকার্যে ব্যতিব্যস্ত, তাই রাজ্যে আগত বিশেষ ট্রেনগুলিকে এখনই স্বাগত জানাতে পারব না কয়েকদিন। অনুগ্রহ করে ২৬ মে পর্যন্ত ট্রেন চালাবেন না।”
উল্লেখ্য, আগত পরিযায়ীদের তাপমাত্রা পরীক্ষার পর তাদের সামাজিক দূরত্ব বিধি মেনে বাড়ি পৌঁছাতে সহায়তা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আম্ফান পরিস্থিতি আপাতত সেই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। একারণেই রাজ্যের পক্ষ থেকে ট্রেন বাতিল করার অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, নতুন নিয়মে শ্রমিক স্পেশাল ট্রেন চলাচল রাজ্যগুলির কোনও অনুমতির প্রয়োজন নেই। তাই ট্রেন পাঠানোর ক্ষেত্রে বিশেষ কোনও বাঁধা নেই। তবে আম্ফান পরিস্থিতির কারণে রাজ্যের সেই অনুরোধ রেলমন্ত্রক রাখবে কিনা, সেটাই দেখার।
আম্ফানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৬ জনের। হাজার হাজার গাছপালা, ঘরবাড়ি, ইলেকট্রিক পিলার পড়ে রয়েছে। অধিকাংশ অঞ্চলেই টেলি যোগাযোগ, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ, জল সরবরাহ সব বন্ধ হয়ে গেছে। সেগুলি মেরামতের জন্য যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে।