সোমনাথ দত্ত, মালবাজার: শনিবার দুপুরে মালবাজার পৌরসভার কনফারেন্স হল ঘরে ডুয়ার্স ও পাহাড়ের গরুবাথান এলাকার সমস্ত সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাব।’ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মালবাজার মহকুমার ও পার্শবর্তী গরুবাথান ব্লকের বিভিন্ন সাংবাদিক ও প্রেসের কাজে নিযুক্ত ব্যাক্তিবর্গ। এদিনের বৈঠকে সর্বসম্মতি ক্রমে প্রেস ক্লাবের নামকরণ করা হয় ‘ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাব।’ বিগত দিনে মালবাজার মহকুমায় তেমনভাবে সাংবাদিকতার কাজে যুক্ত ব্যাক্তিদের নিয়ে কোন প্রেস ক্লাব গঠিত হয় নি বা কোনো সময়ে গঠিত হলেও তাঁদের তেমন কোনোরূপ কার্যকলাপ না থাকায় তাঁদের আর কোনো অস্তিত্ব বর্তমানে নেই।
বর্তমান সময়ে সমস্ত জায়গায় প্রেস ক্লাব গঠিত হলেও মালবাজার মহকুমায় সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে একটি গ্ৰুপ থাকলেও বাস্তবে সংগঠিত ভাবে তেমন কোনো প্রেস ক্লাব ছিলো না। তবে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ব্যাক্তিদের বিভিন্ন সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা সামাজিক ক্ষেত্রে প্রেস ক্লাবের অবদানও কম নয় যা এখন থেকে মালবাজার মহকুমার সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়ে গঠন করলো ‘ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের।’
এদিন পৌরসভার কনফারেন্স হলে মহকুমার প্রায় সকল সাংবাদিক একত্রিত হন। এদিনের বৈঠকে গঠিত হয় কার্যকরী কমিটি। নবগঠিত এই প্রেস ক্লাবের সভাপতি মনোনীত করা হয়েছে অনুপ সাহা কে। সাথে সহ সম্পাদক করা হয়েছে অমিতাভ ভট্টাচার্য ও দেবজ্যোতি চ্যাটার্জী, সম্পাদক রাজেন প্রধান ও বিদেশ বোস, সহ সম্পাদক লেলিন রাই, অনিল ছেত্রী, আরিয়ান এক্কা এবং কোষাধক্ষ্য পদে যুগ্মভাবে সব্যসাচী ঘোষ ও সোমনাথ দত্ত রয়েছেন। সাথে তেরো সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এদিনের বৈঠক শেষে সভাপতি অনুপ সাহা বলেন, “বর্তমান সময়ে আমাদের তথা সাংবাদিকদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়। আমরা এখন থেকে একত্রিত ভাবে কাজ করবো। যে কোনো রকম প্রয়োজনে আমরা মালবাজার মহকুমা ও পার্শবর্তী গরুবাথান ব্লকের সাংবাদিকতার কাজে যুক্তদের পাশে থাকবো সাথে সমাজের বিভিন্ন কাজে নিজেদেরকে নিযুক্ত করবো।”