নিউজপিডিয়া ডেস্কঃ আসন্ন বাংলার বিধানসভা ভোট। মালদহ থেকে বরাবরই খালি হাতে ফিরতে হয় তৃণমূলকে। তাই এবার আক্ষেপের সুরে সভা থেকে দর্শকদের কাছেই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। দর্শকদের উদ্দেশ্যে বলেন, “মালদহে কি আমরা কিছু পাব না? ৩০ বছর ধরে মালদহে আসছি। ভোটের আগে সব সমীকরণ পাল্টে যায়। দুঃখ হয়, মালদহে আমাকে শূন্য হাতে ফেরালে।”
বাকি রাজনৈতিক দল গুলো থেকে নিজেদেরকে বিরত রাখা নিয়ে দর্শকদের বলেন, “কংগ্রেস- সিপিএমকে ভোট দেবেন না। অনেক হয়েছে। ভোট ভাগাভাগিতে যাবেন না। সিপিএমকে দেবেন না, অনেক দিয়েছেন। সিপিএম-কংগ্রেস, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। মনে রাখবেন তৃণমূল কংগ্রেস মরে যাবে কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করবে না।” এরপরই আক্রমণাত্মক হয়ে বলেন, “মমতাকে হারানোর ক্ষমতা তোমাদের নেই। কারণ মমতা একা নয়, মমতার সঙ্গে মানুষ আছে।”
তুলনায় সংখ্যালঘু বেশি জেলায় এনআরসি সিএএ প্রসঙ্গ উস্কে দিয়ে বলেন, “বাংলায় ওঁরা বারবার কেন আসছে জানেন? কারণ, ওঁরা দিল্লি থেকে বাংলাকে শাসন করতে চায়। দিল্লি থেকে বসে দাঙ্গা বাঁধাবে। এনপিআর আর এনআরসি করবে। তাই বিজেপিকে একটা ভোটও দেবেন না।” বরাবরই গণিখানের গড় হিসেবে পরিচিত মালদহে তৃণমূল এবার ঢুকতে পারে কিনা এখন এটাই দেখার।