নিউজপিডিয়া ডেস্কঃ রবিবার একুশের ব্রিগেডে শামিল হয়েছেন অজস্র মানুষ। জনজোয়ারে ভাসছে বাম-কংগ্রেস- আইএসএফের ব্রিগেড সমাবেশ। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই ব্রিগেডে। দিনবদলের স্বপ্ন নিয়ে খাদ্য, কর্ম ও শিক্ষায় সমান অধিকারের দাবি নিয়ে হাজার হাজার মানুষের সঙ্গে শামিল হয়েছেন দুই রূপান্তরকামীও।
সমাজের কিছু মানুষ তাঁদের ছোট করে দেখলেও তাঁরা যে আর পাঁচটা মানুষের মতোই, তা জানান দিতে তাঁদের লড়াই কী আদৌ কোনওদিন শেষ হবে? সেই সাম্যের অধিকারের দাবি নিয়েই হাজির হয়েছেন ব্রিগেড সমাবেশে। তাঁদের মধ্যে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ছে, থাকেন সোনারপুর। তিনি বলছেন, “এ দেশে হিন্দু, মুসলিম, শিখ-সহ একাধিক সম্প্রদায়ের মানুষ থাকেন। সেই দেশকেই হিন্দু দেশ বলে দাগিয়ে দেওয়ার বিরোধী আমরা।” অন্বেষা আরও বলেন, “একমাত্র বামেরাই পারে খাদ্য, কর্ম, শিক্ষার সুরক্ষা দিতে। কর্মী, শ্রমিকদের জন্য লড়াই করে বামেরাই। সেই কারণেই বামেদের প্রতি আমাদের ভালোবাসা।” আর অন্যজন রুবি হাসপাতালের সামনে থাকা বাপন বলেন, “খাদ্য, শিক্ষা, কর্ম এই তিনটি মৌলিক অধিকারের দাবিতেই আজ আমরা এখানে এসেছি। কোথায় যেন মনে হচ্ছে, আমাদের পরিচিতি চাপা পড়ে যাচ্ছে। এই পরিবেশে আমাদের বেমানান বলেই মনে হচ্ছে। সবকিছুতেই আমাদের সামনে একটা প্রশ্নচিহ্ন। আমরা কোন লিঙ্গের? আমাদের পরিচয় কী?