নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন স্ত্রী। দেহ পুঁতে উপরে ঢালাই করে দেয় তারা। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ফতেপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। পুলিশ শুক্রবার রাতে আসে এবং ঢালাই ভেঙে দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের পরই ক্ষুব্ধ স্থানীয়রা ওই মহিলার বাপের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্বামীকে সঙ্গে নিয়ে আসমা বিবি ফতেপুর গ্রামে বাবার বাড়িতে এসেছিলেন। সোমবার বাবার বাড়ি থেকে সে একাই ফিরে যায়। ওই মহিলা শ্বশুর বাড়িতে তার স্বামীর কাজে যাওয়ার কথা বলেন। কিন্তু ৪ দিন অতিক্রান্ত হয়ে গেলেও নুর মহম্মদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের কেউ। সেই কারণেই পরিবারের সদস্যদের সন্দেহ জাগে মনে। তাঁরাই খবর দেন পুলিশে। অভিযোগ পেয়ে পুলিশ আসলে পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত আসমা বিবি।
পুলিশ জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার কথা স্বীকার করেছে ওই মহিলা। দেহ পুঁতে দিয়ে ঢালাই করে দেয়। শুক্রবার রাতেই পুলিশ আসমাকে তার বাবার বাড়ি নিয়ে গিয়ে দেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, নুর মহম্মদের সঙ্গে আসমার বিয়ে হয়েছিল ১৭ বছর আগে। ২টি ছেলে রয়েছে তাদের। সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আসমা। পরিবারে সেই বিবাদ মেটাতে গ্রামে সালিশি সভাও বসে। সেই সভাতেই নাকি নুর মহম্মদকে প্রাণে মারার হুমকি দিয়েছিল আসমা ও তার প্রেমিক।