লোকেশ দেবনাথ, নবদ্বীপ: নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত বাবলারী পঞ্চায়েতের উত্তর-পশ্চিম বাবলারী ও প্রাণ গোপাল নগরে পর পর তিন বাড়ি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেল। উত্তর বাবলারীর বাসিন্দা শান্তিময় মোহন্ত, পশ্চিম বাবলারীর স্বরোজিত সেন এই কার্ডের সুবিধা পেয়ে তাঁরা খুব আপ্লুত। তাঁরা জানিয়েছেন, কেউ পাঁচ দিন ও কেউ দশ দিনের মধ্যে এই কার্ড হাতে পেয়েছেন।
তাঁরা আরও জানিয়েছেন, এই স্বাস্থ্যসাথী কার্ড থাকায় নবদ্বীপের দুটি বেসরকারি হাসপাতালে তাঁরা বিনামূল্যে চিকিৎসা পান। এবং বাবলারী পঞ্চায়েতে প্রাণগোপাল নগরে ২৪ ঘন্টার মধ্যে এই কার্ডের পরিষেবা পেয়েছেন ৮২ বছরের বৃদ্ধ কালীপদ সাহা। কলকাতার নামি বেসরকারি নার্সিং হোমে প্রায় আড়াই লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যেই পান এই বৃদ্ধ। শুধু চিকিৎসাই দেননি, এর সঙ্গে বৃদ্ধকে ছুটি দেওয়ার সময় তাঁর হাতে দুশো টাকা ও পাঁচ দিনের ওষুধ ও তুলে দিয়েছেন। এমনটাই জানিয়েছেন ওই বৃদ্ধের ছেলে। এর জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
বাবলারীর পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুয়ারের সরকার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্গত সাধারণ মানুষদের কাছে এক অভিনব দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। আগামী দিনে এই পরিষেবা পেতে প্রত্যেক সাধারণ মানুষ যাতে আসে এবং এই কার্ডের সুবিধা নিতেও সবাইকে অনুরোধ করেছেন। তিন পরিবার রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পেয়েছেন তার জন্য বাবলারী অঞ্চল থেকে তাঁকে অনেক ধন্যবাদ জানাই।’