নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: অর্ধদগ্ধ অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায়। রবিবারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে জামালপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামের মানুষরা মাঠে যাওয়ার সময় একটি অর্ধদগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন। গ্রামবাসীদের দেওয়া খবরের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ সেখানে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়।
পুলিশ সূত্রের খবর, মহিলাটির মুখ থেকে কোমর পর্যন্ত পুড়ে যাওয়ায় স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। পুলিশের অনুমান মহিলার বয়স ৪৫ বছরের মধ্যে। বর্ধমান দক্ষিণের এসডিপিও আমিনুল খান বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট না পৌঁছলে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।” পূর্ব বর্ধমান জেলা লাগোয়া হুগলির একাধিক থানার সঙ্গে নিখোঁজ ডায়েরি খোঁজ নিতে যোগাযোগ করা হচ্ছে। মৃতার পরিচয় জানাটা প্রথম জরুরি। তারপর মৃত্যুর কারণ, জড়িতদের খোঁজে সুবিধা হবে।
স্থানীয়দের দাবি, খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশেই পুড়িয়ে ধানের জমিতে দেহ ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। মৃত মহিলাকে যৌন নিগ্রহের পর খুন করা হয়েছে বলে তাদের অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেলেই সবকিছু পরিস্কার হবে।