বিশেষ প্রতিনিধি, কলকাতা: চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুই প্রসূতির মৃত্যুতে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হল। রাজ্য সরকার গঠিত স্বাস্থ্য কমিশন কর্তৃক জরিমানার অঙ্ক ১০ লক্ষ টাকা। কমিশন সেই টাকা প্রয়াত মহিলাদের সন্তানদের নামে ফিক্সড ডিপোজিট করতে বলেছে।
২০১৯ এর জুলাই মাসে উডল্যান্ডস নার্সিং হোমে মৃত্যু হয়েছিল প্রসূতি মউশ্রী মণ্ডলের। সেখানে তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই একই মাসেই মৃত্যু হয়েছিল অপর এক প্রসূতি পৌলমী ভট্টাচার্য। ওই ঘটনায় মৃত দুই প্রসূতির পরিবারই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন।
বিচার প্রক্রিয়া এক বছর চলার পর অভিযোগের সত্যতা স্বীকার করে কমিশন। সেই কমিশনই হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।
জরিমানার দশ লক্ষ টাকা মৃত দুই প্রসূতির সন্তানদের নামে দিতে বলা হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ টাকা প্রয়াত পৌলমী ভট্টাচার্যের সন্তানের নামে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। অপরদিকে বাকি ৫ লক্ষ টাকা মউশ্রী মণ্ডলের জমজ দুই সন্তানকে ২.৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই টাকা মা হারা সন্তানদের নামে স্থায়ী আমানত করার নির্দেশ দিয়েছে কমিশন। তবে সন্তানদের প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত সেই আমানত ভাঙানো যাবে না।