নিউজপিডিয়া ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রেল চালানো নিয়ে ইতিমধ্যে বিস্তর জল ঘোলা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিরুদ্ধে সেই রাজ্য ট্রেন ঢোকার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠে। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অমিত শাহ অভিযোগ তুলে বলেন, “বাংলায় শ্রমিক স্পেশাল, ট্রেন ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না।”
পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ক্ষেত্রে উভয় রাজ্যের সম্মতির কথা বলা হয়েছিল। তাতে কিছু সমস্যারও সৃষ্টি হয়। কারণ কোন রাজ্য সম্মতি না দিলে সেই রাজ্যের শ্রমিকরা ফিরতে পারবেন না।
সেই জন্য এবার থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চলাচলের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আনল ভারতীয় রেল। নতুন সেই নিয়মে বলা হয়েছে, “গন্তব্য রাজ্যের উদ্দেশ্যে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর জন্য এবার থেকে সংশ্লিষ্ট রাজ্যের আর কোনও সম্মতির প্রয়োজন হবে না।” এমনই নিয়মের কথা জানিয়েছে রেল।
এই বিষয়ে রেলের মুখপাত্র রাজেশ বাজপেয়ী জানিয়েছেন, “শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য যে স্টেশন থেকে ট্রেন ছাড়া হয় সেই রাজ্যের সম্মতি বাধ্যতামূলক নয়। নতুন স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর অনুয়ায়ী গন্তব্য রাজ্যেরও সম্মতির প্রয়োজন হবে না।”