নিউজপিডিয়া ডেস্ক : ভারতে ফেসবুকের হেড আঁখি দাসের বিরুদ্ধে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে একটি বিখ্যাত মার্কিন পত্রিকা। অভিযোগ, বিজেপিকে সাহায্য করার জন্য ফেসবুক ভারতে তাদের পলিসি প্রয়োগ করছে না। এই ইস্যুতে সরগরম গোটা দেশ। এর রেশ মিটতে না মিটতে এবার এবিপি আনন্দ চ্যানেলের বিরুদ্ধে ফেসবুকে উগ্র হিন্দুত্ববাদী গ্রুপ খোলার অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে তোলপাড় নেট দুনিয়া।
আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর মালিকাধীন টিভি চ্যানেল এবিপি আনন্দ বাংলার প্রধান নিউজ চ্যানেল। অন্য বাংলা চ্যানেলের চেয়ে তাদের দর্শকসংখ্যা অনেক বেশি। অভিযোগ, দক্ষিণপন্থী হিন্দু সংগঠন “বিশ্ব হিন্দু পরিষদ”-এর নামে ২০১৮ সালের ১৬ জানুয়ারি ফেসবুক গ্রুপ খোলে এবিপি আনন্দ। ওই গ্রুপে এবিপির খবরের লিঙ্ক শেয়ার করার পাশাপাশি বিভিন্ন দক্ষিণপন্থী ভাবধারার পোস্ট শেয়ার করা হয়।
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, একটি নিউজ চ্যানেল কীভাবে দক্ষিণপন্থী ধর্মীয় সংগঠনের নামে প্রচার করতে পারে। মিডিয়া বিশেষজ্ঞদের মতে, সস্তায় জনপ্রিয়তা লাভের জন্য এরকম একাধিক গ্রুপ বানিয়েছে সংশ্লিষ্ট চ্যানেলটি। ফেসবুকে রিচ বাড়ানোর জন্য অনেক সংবাদমাধ্যম সাংবাদিকতার এথিক্স বিসর্জন দিয়ে এরকম করছে।