আবদুল ওয়াহাব, গাজোল: আগামীকাল মালদহের গাজোলে আসছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই এখন সেই সভার প্রস্তুতি তুঙ্গে। সেজে উঠেছে গাজোল কলেজ মাঠের মঞ্চ। কাজ তদারকি করছেন গাজোল বিজেপির নেত্রী সাগরিকা সরকার, প্রাক্তন বিধায়ক দীপালি বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা। এ বিষয়ে সাগরিকা সরকার বলেন, হাতে একদম সময় নেই তাই জোর কদমে প্রস্তুতি কাজ চলছে। আগামীকাল প্রচুর জনসমাগম হবে এই মাঠে।