নিউজপিডিয়া ডেস্কঃ “ভালোবাসার প্রতিদান কেবল শোভন চট্টোপাধ্যায় দিতে পেরেছেন, প্রেমিক হিসেবে আপনি সৌমিত্র খাঁ পুরোপুরি ব্যার্থ”। কোন্নগরে সৌমিত্র খাঁ-র মিছিলের আগেই তাঁকে ঘিরে এই পোস্টার জায়গায় জায়গায়। আর শুধু পোস্টারই নয় রয়েছে কালো পতাকাও। যে রাস্তা দিয়ে তাঁর মিছিল করার কথা সেই রাস্তার বেশিরভাগ দেওয়ালেই এই পোস্টারের জেরে অস্বস্তিতে পড়েছেন সৌমিত্র। এই গোটা ঘটনার পিছনে তৃণমূল, বলে দাবি বিজেপি শিবিরের। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কর্তৃপক্ষ।
এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত এলাকা। সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শনিবার কোন্নগরের জোড়াপুকুর থেকে চাপদানি এলাকায় বাইক মিছিল করার কথা থাকলেও, পুলিশের তরফ থেকে সেই অনুমতি না মেলায় পদযাত্রার কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যে রাস্তা দিয়ে সৌমিত্র খাঁ এর পদযাত্রা কর্মসূচি করার কথা ছিল সেই রাস্তাতেই পোস্টার ও কালো পতাকায় ভরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়েই দুই রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। যদিও বিজেপি নেত্রী কাঞ্চনা মিত্র এই পুরো ব্যাপারটার পাল্টা জবাব দিয়ে বলেন, “এভাবে আটকানো যাবে না। বিজেপি মানুষের হৃদয়ে রয়েছে।”
বেশ কিছুদিন আগেই সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ মন্ডল তৃনমূলে যোগ দেওয়ার পরই সাংবাদিক বৈঠক করে সৌমিত্র সুজাতাকে ডিভোর্স দেওয়ার কথা বলে। পরে ডিভোর্স নোটিসও পাঠায় সুজাতাকে। শুধু তাই নয় সাংবাদিক বৈঠকেই সুজাতার এই পদক্ষেপে কেঁদেও ফেলেন তিনি। সামনেই বাংলার নির্বাচন। আর এই দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে একে অন্যকে দোষারোপের খেলা। এতদিন রাজনীতিতে দল ভাঙতে দেখা গেলেও এখন নতুন সংযোজন হয়েছে। যাতে সংসারে ভাঙনও দেখা যাচ্ছে।