উজির আলি, মালদা: পারিবারিক বিবাদে যুবক খুন। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার সামসী জিপির ভগবানপুর গ্রামে বৃহস্পতিবার সকালে।নিহত যুবকের নাম নাসিম আক্তার(২৫)বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জখম হয়েছে আরো একজন। নাম হবিবুর রহমান(৬০) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জমি বিবাদের জেরেই ওই যুবককে খুন করেছে। ঘটনাস্থলে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী সরজমিনে তদন্তে আসেন। খুনে অভিযুক্ত মতিউর রহমান, আইয়ুব আলিরা পলাতক। মৃত দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছেন।