নিউজপিডিয়া ডেস্ক: রাজ্য জুড়ে চলছে চতুর্থ দফার ভোট। আর এই ভোটের দিন সকালেই গোলাগুলি, বিক্ষোভে উত্তপ্ত বেশ কিছু জায়গা। জীবনের প্রথম ভোট দিতে এসে গুলিবিদ্ধ হলো যুবক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। যুবকের পরিবারের দাবি সে বিজেপি কর্মী ছিল বিজেপির বেশ কিছু সভা, মিছিলে অংশগ্রহণ করত। এলাকার বিজেপি কর্মীরাও অভিযোগের তির তৃণমূলের দিকে দিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সকালে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই ১৮ বছরের যুবক। হঠাৎই তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী এসে তার ওপর হামলা চালায় এবং সে পালাতে গেলেই তার দেহের পিছনে গুলি লাগে। এবং মৃত্যু হয় তাঁর। এই পুরো ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ আনছে বিজেপি। তৃণমূল এসব অভিযোগ অস্বীকার করেছে। উল্টে সেই যুবক তাদের দলের সমর্থক ছিল বলে দাবি করছে তৃণমূল। ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে তারা। এই ঘটনার জেরে উত্তপ্ত এলাকা।