বিহির আলম, কোচবিহার: ময়নাগুড়ি যুব স্বনির্ভর দলের পক্ষ থেকে ও ময়নাগুড়ি ইয়ং স্টার ক্লাবের সহযোগিতায় পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও গরীব দুস্থদের মধ্যে বস্ত্র ও সেমাই দুধ বিতরণ করা হয়। আজকে ৬০ জন ব্যক্তিকে নতুন কাপড় তুলে দেওয়া হয়। এছাড়া ঝড়ে বিপদগ্রস্ত মানুষের উদ্ধার ও ত্রাণকার্যে সহযোগিতার জন্য ৬ জন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। এরা হলেন সাতমাইল সতীশ ক্লাবের সম্পাদক অমল রায় বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব রাজ ভর, বিশিষ্ট সমাজসেবী জুলফিকার আলী ,মহামারীর অঞ্চল সভাপতি আবুল কালাম আজাদ , ডঃ অজয় মণ্ডল ও নুর ইসলামকে।
এনিয়ে ময়নাগুড়ি যুব স্বনির্ভর দলের সম্পাদক ফারুক হাসান বলেন আমরা আগামীতে আরো এইরকম প্রোগ্রাম করব যাতে বর্তমান যুবসমাজ উৎসাহিত হয়ে মানুষের পাশে থাকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতমাইল সতীশ ক্লাবের সম্পাদক অমল রায় ময়নাগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম আহমেদ মোয়ামারী অঞ্চল সভাপতি আবুল কালাম আজাদ ও বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম ও সুকটাবাড়ি ইকরা মিয়া হাই মাদ্রাসার শিক্ষক রজব আলী।