রাহেন খন্দকার, দিনহাটা : তৃণমূলের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে খুনির হুমকির প্রতিবাদে দিনহাটা থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল তৃণমূল যুব কংগ্রেস। রবিবার দিনহাটা থানায় ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশনের নেতৃত্ব দেন দিনহাটা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য জাকির হোসেন, সাবানা খাতুন, ধোরকা হোসেন প্রমুখ।
এদিন দিনহাটা থানা চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন প্রসঙ্গে দিনহাটা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য জাকির হোসেন বলেন, মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে গত ৯ তারিখে বিজেপি আশ্রিত দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দিয়েছে। অনেকদিন হয়ে গেল পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। এর প্রতিবাদে আমরা আজ দিনহাটা ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতী গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দেওয়া হল। যাতে দুষ্কৃতিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। অবিলম্বে দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে যুব তৃণমূল কংগ্রেস বলে এদিন হুঁশিয়ারি দেন দিনহাটা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য জাকির হোসেন।