ফিরোজ হক, মালবাজার : দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করার ইচ্ছাশক্তি যখন প্রবল হয়ে দাঁড়ায় তখন সমস্ত বাঁধাই অতিক্রম করা যায়। এমনই একটি বাস্তবসম্মত দৃষ্টান্তের ছবি ফুটে উঠল ময়নাগুড়িতে।
ময়নাগুড়ির ফিনিক্স ফাউন্ডেশনের পরিচালনা এবং জাগৃতি সংঘের সহযোগিতায় চালের বস্তা ঘাড়ে করে ১০ কিমি পায়ে হেঁটেও যে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায় তার জলজ্যান্ত চিত্র উঠে এসেছে আমাদের চোখের সামনে। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলের ডোববাড়ি, বুধুয়াবস্তি, কাশিয়াবাড়ির অসহায় দরিদ্র মানুষদের সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ফিনিক্স ফাউন্ডেশনের তরফ থেকে। কিন্তু পথে যে বাঁধা আসতে পারে তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না।
গাড়িতে করে যাবতীয় খাদ্যসামগ্রী নিয়ে রওনা দেওয়া হয়েছিল রামসাই, ডোববাড়ি ও কাশিয়াবাড়ির উদ্দেশ্যে। কিন্তু অর্ধেক পথ যাওয়ার পর রাস্তার হদিশ পাওয়া যায় না। তবে তারা মুখ ফিরিয়ে চলে আসেনি। চালের বস্তা সহ যাবতীয় খাদ্যসামগ্রী কাঁধে নিয়েই রওনা দেয় তিন গ্রামের উদ্দেশ্যে।
তারা যথাক্রমে জলঢাকা, ডায়না, মূর্তী নদী অতিক্রম করে। শুধু তাই নয় নিজেদের জীবন বাজি রেখে রামসাই অঞ্চলের ফরেস্ট অতিক্রম করতেও তারা পিছপা হয়নি। প্রায় ১০ কিমি পায়ে হেঁটে অসহায় মানুষদের সাহায্য করার এই ধরনের দৃষ্টান্ত খুব কমই চোখে পড়ে।
গন্তব্যে পৌঁছে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে তিন গ্রামের প্রায় ১৩০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়। সেই সঙ্গে তুলে ধরে সচেতনতার বার্তাও।